সুরমা নিউজ:
গত শনিবার পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের হানিগ্রাম প্রবাসিদেরকে নিয়ে গঠিত ঐক্য সেবা,শিক্ষা লক্ষ ও উদ্দেশ্য এই প্রত্যয়ে নিয়ে হানিগ্রাম প্রবাসি ঐক্য পরিষদের প্রথম কার্যকরী কমিটির (২০১৮-২০২০) নাম ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণা করেন হানিগ্রাম প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত আহবায়ক ও সিলেকশন কমিটির প্রধান দুবাই প্রবাসী জনাব আব্দুল মুকিত সাহেব।
২৫ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি মাওলানা মোঃ আব্দুর রব- লন্ডন, সহ সভাপতি মোঃ আব্দুল হাকিম-লন্ডন,সহ সভাপতি ফোরকান হাসান রাসেল- লন্ডন, সেক্রেটারি মোঃ এবাদুর রাহমান-বাংলাদেশ সেনাবাহীনি,কুয়েত মিশন, সহ সেক্রেটারি মোঃ জাবের হুসেন- দুবাই,সহ সেক্রেটারি মোঃ ছাদিকুর রাহমান – দুবাই,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান-কাতার,সহ সাংগঠনিক সম্পাদক মুছলেহ উদ্দিন -ওমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম – দুবাই,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলওয়ার হুসেন – মালয়েশিয়া,অর্থ সম্পাদক আব্দুল মুকিত – দুবাই,পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক কামাল আহমদ চুনু – দুবাই, প্রবাসী সমাজ কল্যান সম্পাদক সামছুল ইসলাম – দুবাই, প্রবাসী কল্যাণ সম্পাদক সাতাব আহমদ – দুবাই, ধর্ম বিষয় সম্পাদক মুহসিনুল কারীম – কাতার, শিক্ষা বিষয় সম্পাদক মাজেদ আহমদ – কুয়েত,সদস্য সংগ্রহ বিষয় সম্পাদক ফারুক আহমদ – দক্ষিণ কুরিয়া,তথ্য সংরক্ষণ সম্পাদক লায়েক আহমদ – মালয়েশিয়া, গৃহায়ণ সম্পাদক জাকারিয়া আহমদ – ওমান, সহ কোষাধ্যক্ষ ও সহায়ক মঞ্জুর আহমদ – শিক্ষক, স্কলার্স হোম সিলেট,সহ কোষাধ্যক্ষ ও সহায়ক শাব্বির আহমদ – শিক্ষক, হাফিজ মজুমদার বিদ্যানিকেতন সহ কোষাধ্যক্ষ ও সহায়ক শিব্বির আহমদ – শিক্ষক,আল আজকার একাডেমি, সহ পরিকল্পনা বাস্তবায়ন ও সহায়ক সিদ্দিক আহমদ – ব্যবসায়ী, ইউনিয়ন অফিস বাজার,সহ পরিকল্পনা বাস্তবায়ন ও সহায়ক লুতুরর রাহমান -ব্যবসায়ী,কালিগঞ্জ বাজার সহ পরিকল্পনা বাস্তবায়ন ও সহায়ক জামাল আহমদ-ব্যবসায়ী,কালিগঞ্জ বাজার,