সুরমা নিউজ:
ওসমানীনগরে হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ীর নাম সেজুল আহমেদ (৩২)। আহত ব্যবসায়ী হচ্ছেন গোয়ালাবাজারস্থ লাকী ফেব্রিক্সের স্বত্বাধিকারী ও পশ্চিম পৈলনপুর ইউপির কিয়ামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজার কাপড় পট্টিতে এ ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা যায়, সেজুল আহমেদ সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমপুর নিজ বাড়ি যাওয়ার জন্য গোয়ালাবাজার থেকে শেরপুরগামী একটি বাসে উঠেন। এ সময় বাস কন্ট্রাক্টরের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে সেজুল আহমেদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালাবাজার ইউপির এওলাতৈল গ্রামের জিয়া উদ্দিন গংরা সেজুল আহমেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান লাকী ফেব্রিক্স থেকে তাকে কাপড় পট্টিতে ডেকে নিয়ে মারপিট করে। এতে সেজুল আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় সেজুল আহমেদের ছোট ভাই সেবুল আহমদ বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।