সুরমা নিউজ ডেস্ক:
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মো. সাগর নামে এক ছেলেকে কুপিয়ে খুন করেছে তার বাবা বেলায়েত হোসেন ভূইয়া। সোমবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছেলে পরিবারের অমতে একাধিক বিয়ে করার কারণে তাদের পরিবারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এ নিয়ে সোমবার রাতে সাগরের সাথে তার বাবা বেলায়েত হোসেনের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাবাকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।