পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫ জুন শুক্রবার বাদ জুম্মা নগরীর সওদাগরটুলা জামে মসজিদের সামনে এলাকার দুস্থ গরীবদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেলওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হাসানের পরিচালনায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুস সাত্তার, সংস্থার সাবেক আহবায়ক আব্দুল কাহির, বর্তমান সিনিয়র সহ সভাপতি মোঃ আলী হোসেন হাসনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমদ, মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুছাব্বির, কোষাধ্যক্ষ আব্দুল আহাদ বিলাস, সহ কোষাধ্যক্ষ আবু সায়েম চৌধুরী, সমাজসেবা সম্পাদক আমিনুর রহমান বাচ্চু, শিক্ষা সম্পাদক এনাম আহমদ লিমন, সহ সাংস্কৃতিক সম্পাদক নাসির আহমদ, সহ ক্রীড়া সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সালেহ ইব্রাহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম রিপন, বাবর আহমদ, আবাদ হোসেন, এমদাদ হোসেন প্রমুখ। এছাড়াও সংস্থার অন্যান্য সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গরীবদের মধ্যে ময়দা, চিনি, সেমাই, লাচ্ছি, গরম মশলা ইত্যাদি ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি