স্পোর্টস প্রতিবেদক:
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েই দিলো জায়ান্ট কিলার মেক্সিকো। হারভিং লোসানোর দুর্দান্ত গোলে মেক্সিকো এই প্রথমবারের মতো জার্মানিকে হারালো তারা। দুর্দান্ত খেলেছে মেক্সিকো। ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপ হার দিয়ে শুরু করলো জার্মানী।সেবার আলজেরিয়ার সাথে হেরেছিল তারা। প্রথমার্ধের ৩৫ মিনিটে লোসানোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকানরা।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৯.০০টায় মুখোমুখি হয় মেক্সিকো-জার্মানি। সাম্প্রতিক সময়ে ছন্দে নেই মেক্সিকোও। প্রস্তুতি ম্যাচে জয় পায়নি কোন ম্যাচেই। কিন্তু মেক্সিকো বরাবরই জায়ান্ট কিলার। বিশ্বকাপের আসরে ভিন্ন ফুটবলই খেলে দলটি। মাঠে তাদের দুর্দান্ত ফুটবল দেখে মনেই হয়নি তারা ছোট দল ।
উত্তর আমেরিকার অন্যতম ফুটবল শক্তি মেক্সিকো। আক্রমণাত্মক ফুটবল খেলে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে অনেক। মেক্সিকো এখনও পর্যন্ত ১৬ বার ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে। ১৯৯৪ বিশ্বকাপ থেকে এখন প্রর্যন্ত টানা বিশ্বকাপে অংশ নিয়ে আসছে তারা। বিশ্বকাপে মেক্সিকোর সবচেয়ে বড় সাফল্য দুইবারা (১৯৭০ ও ১৯৮৬ সালে) কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়া। এছাড়াও প্রথমবার (১৯৩০) বিশ্বকাপ খেলার গৌরব আছে মেক্সিকানদের। তারা কোপা আমেরিকাতে দুইবার রানার্স আপ ও একবার তৃতীয় হয়েছিল। ফিফা র্যাংকিংয়ের ১৫ তম অবস্থানে আছে তারা।
প্রায় প্রতিটি বিশ্বকাপে মাঝারি মানের ফেভারিট হিসেবে খেলতে নামে মেক্সিকো। বিশ্বকাপ বাছাই পর্বে উত্তর আমেরিকার দলগুলোর মধ্যে প্রথম রাশিয়ার টিকিট পায় মেক্সিকানরা। তাছাড়া খাতা-কলমের হিসেবে, দলটি ফেভারেটদের মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। বর্তমানে তাদের প্রত্যেক খেলোয়াড়ই আছেন দুর্দান্ত ফর্মে।প্রতিপক্ষকে রুখতে তাদের দলে আছে নামিদামি সব তারকা।