সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ৮ জন আহত হয়েছেন।
বুধবার (২১ মার্চ) বিকেলে উপজেলা কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মাধবপুর গ্রামের আকমল আলীর পুত্র নবীর আলীর সাথে একই গ্রামের আহাদ আলীর জামাতা সিরাজ মিয়ার বিরোধ চলে আসছিল। দুপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আনসারুন বেগম (২৫), নবীর আলী (৩২), লিজা (১২) মুনা (৮)সহ অনন্ত ৮ ব্যক্তি আহত হন। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়।
খবর পেয়ে ছাতক থানার এসআই আব্দুল ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।