বালাগঞ্জ প্রতিনিধি: মহা তাবু জলসার মধ্য দিয়ে বালাগঞ্জে ৪র্থ কাব স্কাউট সমাবেশ সম্পন্ন হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি রাতে বালাগঞ্জ ডি,এন, উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট কমিশনার মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক সঞ্জয় দাস ও প্রশিক্ষক লুৎফুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় মহা তাবু জলসায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা স্কাউটসের সভাপতি ইউএনও প্রদীপ সিংহ। বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন, বালাগঞ্জ ডি,এন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম আকন্দ, স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ গোলজার আহমদ চৌধুরী, সহ সম্পাদক ও প্রধান শিক্ষক প্রতাপ কুমার চক্রবর্ত্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকীব ভূইয়া, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ. মতিনসহ সাংবাদিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। ৪ দিন ব্যাপী এ সমাবেশে বালাগঞ্জ থানার ১৭টি প্রাথমিক বিদ্যালয় সহ একটি মুক্ত কাব নিয়ে ১৮টি প্রতিষ্ঠান ১২৬ জন কাব এ সামাবেশে অংশ নেয়।
মহা তাবু জলসার মধ্য দিয়ে বালাগঞ্জে ৪র্থ কাব স্কাউট সমাবেশ সম্পন্ন
সুরমা নিউজ ২৪ ডট কম
: ফেব্রুয়ারি ২৮, ২০১৮
« « পূর্ববর্তী
পরবর্তী » »