সুরমা নিউজ ডেস্ক:
যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আখতোবি’র মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের মধ্যে ৫ জন কোনো রকমে বাইরে বের হতে সক্ষম হন। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইরগিজ জেলায় দুর্ঘটনাটি ঘটার পর তদন্ত শুরু হয়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে উজবেক নাগরিকদের বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বাসটি কোথায় যাচ্ছিল সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও সাধারণত ওই পথ দিয়ে উজবেকিস্তানের শ্রমিকেরা কাজের উদ্দেশ্যে রাশিয়া গিয়ে থাকে।