সুরমা নিউজ:
সিলেটে একটি প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া গাভী ও বাছুর নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।গাভি ও বাছুরের মালিকের খোঁজে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।
এক মাস আগে ‘পরিত্যক্ত’ অবস্থায় উদ্ধারকৃত গাড়ি, গাভী ও বাছুরের মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বুধবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বর্তমানে উদ্ধারকৃত গাড়ি ও গরু মোগলাবাজার থানায় রয়েছে বলে জানিয়েছেন এসএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া এলাকা থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ক ০৩-৯২২৩। এ সময় গাড়ির ভেতরে পেছনের সিটে বাঁধা অবস্থায় হালকা ছাই রঙের একটি গাভী এবং লালচে হালকা সাদা রঙের ৫-৬ মাসের একটি বাছুর পাওয়া যায়। এ অবস্থায় পুলিশের পক্ষ থেকে মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সমকালকে বলেন, উদ্ধারকৃত গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী খবর নিয়ে দেখা গেছে, তা সঠিক নয়। অন্যদিকে কেউ এসে গাড়ি বা গরুর মালিকানাও দাবি করেনি। ফলে উদ্ধারকৃত গাভী ও বাছুর কয়েক দিন থানায় রাখার পর বাধ্য হয়ে একজনকে লালন-পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্রতিদিন ২০০ টাকা করে খরচ হচ্ছে বলে জানান ওসি আনোয়ার।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, গাড়ি ও গরু-বাছুরের প্রকৃত মালিককে মোগলাবাজার থানার ডিউটি অফিসার (০১৭৯১-১১১৩৪৯) বা ভারপ্রাপ্ত কর্মকর্তার (০১৭১৩-৩৭৪৫১৯) সঙ্গে যোগাযোগ করতে হবে।