রুবেলের জোড়া আঘাত : ভালো শুরু বাংলাদেশের
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:৪৯,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৭
77 - 77Shares
স্পোর্টস ডেস্কঃ সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। আজ ধবল ধোলাই এড়াতে মাঠে নেমেছে টাইগাররা। টসে জিতে বোলিং করতে নেমে ভালোই শুরু করেছে মাশরাফিরা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুনরো ও হাফ সেঞ্চুরিয়ান টম ব্রুসকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ । মুনরো আর নিশাম কে একই ওভারে তুলে নিয়েছেন রুবেল হুসেন। তার জোড়া ধাক্কার পর প্রথম ওভারেই মোসাদ্দেক সাফল্য পেয়েছেন। টম ব্রুসকে পয়েন্টে ইমরুলের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে একটি ভালো শুরু এনে দিয়েছেন বোলাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ৫২।
77 - 77Shares