জকিগঞ্জে আওয়ামী লীগ নেতার কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১২:৪১:০৪,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৬
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে অবৈধ গরুর হাট বসিয়ে রসিদ ছাড়াই টাকা আদায় করায় শুক্রবার সন্ধ্যায় এক আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত মনসুরপুর গ্রামের লোকমান আহমদ চৌধুরী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ মোবাশ্বেরুল ইসলাম জানান- অবৈধভাবে গরু বিক্রেতাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।