ব্রিটেনে নানান অপরাধে ৩শ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২:৪৪:৫৪,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৬
লন্ডন অফিস:
ব্রিটেনে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নোটটিং হিল কার্নিভাল থেকে নানান অপরাধে ৩শজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবছর সামার হলিডেতে অক্টোবরের শেষ রবিবার ও সোমবার এ কার্নিভাল হয়ে থাকে। এবছর নোটটিং হিল কার্নিভালের ৫০ বছর পূর্তি হয়েছে।
গত ২ দিনে ৪জন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে গত রবিবার ১৫৬জনকে এবং সোমবার ১৬০জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বেশিরভাগকেই ড্রাগ ও অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়।
এদিকে রবিবার ওয়ারনিংটন রোড়ে ১৫ বছর বয়সী এক বালককে ছুরিকাঘাত করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক নয়। বাকী তিনজন পুরুষ ১৫ থেকে ২০ বছর বয়সী। পুলিশ জানিয়েছে গত দুই দিনে তারা ২৬টি ছুরি জব্দ করতে সমর্থ হয়েছে।
বলা হয়ে থাকে নোটটিং হিল কার্নিভাল হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় স্ট্রিট পার্টি। এখানে মিলিয়ন মানুষের সমাবেশ ঘটে।
১৯৬৬ সালে লন্ডনের কেনসিংটন এন্ড চেলসি বারার নোটটিং হিল স্ট্রিটে যাত্রা শুরু করে এই ইভেন্ট। এটি প্রধানত আফরো ক্যারিবিয়ান কমিউনিটির লোকজন নেতৃত্ব দিয়ে থাকেন এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। ২০০৬ সালের এক পাবলিক ভোটে এই অনুষ্ঠানকে আইকন অব ইংল্যান্ড হিসেবে ঘোষনা করা হয়।