শ্রীলঙ্কার ক্রিকেট টিমের বাসে হামলাকারী ৪ পাকিস্তানি জঙ্গি নিহত
প্রকাশিত হয়েছে : ৫:১০:৪০,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
২০০৯ সালে পাকিস্তানে খেলতে গিয়ে চরম আতঙ্কে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাদের টিম বাসে হামলা করেছিল সন্ত্রাসীরা। সেই হামলায় জড়িত ৪ জঙ্গি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে এক্সপ্রেস নিউজ।
পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) তথ্য অনুযায়ী, আজ রোববার সকালে স্থানীয় কর্তৃপক্ষ সন্ত্রাসীদের ব্যাপারে প্রথমে তথ্য নিয়েছেন। লাহোরের মানাওয়া এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। ৭ জঙ্গির একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ সদস্যরাও। প্রায় এক ঘণ্টার মতো স্থায়ী বন্দুকযুদ্ধে লঙ্কর-ই-জাঙভির ৪ সদস্য নিহত হয়। আর বাকি ৩ জন পালিয়ে যায়।
নিহত ৪ জনের পরিচয় মিলেছে। তারা হলো যুবায়ের আলিয়াস নায়িক মুহাম্মদ, আব্দুল ওয়াহাব, আদনান এরশাদ ও আতিকুর রহমান। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলায় তারা সরাসরি অংশ নিয়েছিল। এ ছাড়া লাহোরের মুন মার্কেটে আত্মঘাতী হামলায় এদের জড়িয়ে থাকায় তথ্য মিলেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে ৩ ডিসেম্বর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। কেননা ঐ বছর লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে হামলা করে পাকিস্তানের কতিপয় বন্দুকধারী। এই হামলায় ৮ জন লোক মারা যায়।