লম্বা ব্যাংক হলিডেতে ব্রিটেনের ৫.১ মিলিয়ন মানুষ, যাচ্ছেন ভ্রমনে
প্রকাশিত হয়েছে : ১১:১৭:৫৫,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৬
লন্ডন অফিস:
আগামী সোমবার ব্রিটেনের ইংল্যান্ড, ওয়েলস, নর্থান আওয়ারল্যান্ডে সামার হলিডে উপলক্ষে অফিস আদালত বন্ধ থাকছে। শুক্রবার বিকেল থেকে সোমবার পর্যন্ত লম্বা হলিডে থাকায় ৫.১ মিলিয়ন মানুষ হলিডেতে যাচ্ছেন বলে জানিয়ে পর্যটন সংস্থা ভিজিট ইংল্যান্ড। ট্রাফিক কন্ট্রল এএ বলছে শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত মটরওয়েগুলি ব্যস্ত হয়ে পড়বে। সবাইকে সর্তক হয়ে চলার আহবান জানিয়েছে পুলিশ।
ভিজিট ইংল্যান্ড বলছে এতে প্রায় ১.৩ বিলিয়ন পাউন্ড অর্থনীতিতে জেনারেইট হবে। ভ্রমন সংস্থা আবাটা বলছে শুক্রবার থেকে সোমবারের মধ্যে প্রায় ২মিলিয়ন মানুষ ব্রিটেন ত্যাগ করতে পারে।
এর মধ্যে হিথ্রো কর্তৃপক্ষ আশা করছে হিথ্রো হয়ে প্রায় ৪শ ৪০হাজার যাত্রী লম্বা হলিডেতে যাবেন এবং গ্রেটউইক হয়ে আরো ৩শ ১১হাজার যাত্রী বিদেশ যাবার প্রস্তুতি নিয়েছে।
একই ভাবে স্ট্যানস্টেড কর্তৃপক্ষ জানিয়ে এই এয়ারপোর্ট থেকে আগামী তিন দিনে আরো প্রায় ১শ ৩হাজার মানুষ বিদেশ যাচ্ছেন। একইভাবে বিভিন্ন পোর্ট এবং ট্রানেল হয়ে অধিক মানুষ হলিডেতে যাচ্ছেন।
এএ জানিয়েছে হলিডে উইকেন্ডে প্রায় ১৩ মিলিয়ন ড্রাইভার গাড়ী পথ ব্যবহার করবেন এবং শুধু শনিবারই প্রায় ১০ মিলিয়ন ড্রাইবার রাস্তা ব্যবহার করতে পারেন। রাস্তাগুলির মধ্যে সবচেয়ে ব্যস্ততম হবে এম২৫, এম৬, এম৪ এবং এম২৭।
একইভাবে রেল পথগুলি ব্যস্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারন শুক্রবার বিকেলে বাড়ী ফিরতে এবং সোমবার হলিডে শেষ করে আবারো কাজে ফিরতে খুবই ব্যস্ত থাকবে ট্রেনগুলি।